রোজিনাকে হেনস্তা ও প্রকৃত ঘটনা উন্মোচনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জাতীয় পার্টির
- আপডেট সময় : ০৭:১৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলার প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের
দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ফিলিস্তিনের উপর ইসরায়েলের পৈশাচিক হামলা বন্ধ এবং রোজিনার মুক্তির দাবীতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি জানান। তিনি বলেন, একজন অনুসন্ধানী প্রতিবেদক তথ্য সংগ্রহ করবেন এতে অপরাধের কিছু নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, করোনাকালে মাস্ক, পিপিই, হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে যে দুর্নীতি হয়েছে তা অনুসন্ধানী প্রতিদেকরাই জাতির সামনে তুলে ধরেছেন। জিএম কাদের বলেন, অফিসিয়াল সিক্রেসী অ্যাক্ট হচ্ছে মেয়াদোত্তীর্ণ কালো আইন। যা স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে জনস্বার্থ বিরোধী। তাছাড়া এ আইনটি মূলত সরকারী কর্মচারীদের জন্যই প্রযোজ্য।