রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডও বিদায় নিলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে

- আপডেট সময় : ০৯:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
মেসির পিএসজির পর এবার রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডও বিদায় নিলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকে। দ্বিতীয় লেগে রেড ডেভিলদের ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর এতেই দ্বিতীয় স্প্যানিশ ক্লাব হিসেবে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে লোদি-গ্রিজম্যানরা। আরেক ম্যাচে আয়াক্সকে হারিয়ে শেষ আটে বেনফিকা।
মাত্র কয়েকদিনের ব্যবধানে ওল্ড ট্র্যাফোর্ডে ভিন্ন অভিজ্ঞা। ইংলিশ লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকের রেশ কাটেইনি, এর মাঝেই চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার বিষাদের সুর ম্যানচেস্টারে। ইউনাইটেড পারেনি কোয়ার্টারের টিকেট নিশ্চিত করতে। লিওনেল মেসির পিএসজি বিদায় যে রাউন্ডে, রোনালদোর ইউনাইটেডও বাদ পড়ে গেল শেষ ষোল থেকে।
অথচ ১-১ সমতার স্কোর নিয়ে দ্বিতীয় লেগে নেমেছিলো রেডরেভিলরা। তাও আবার হোম ম্যাচে। কিন্তু বিরতিতে যাবার ৪ মিনিট আগে ব্রাজিলিয়ান রেনান লোদির গোলে লিড পায় অ্যাটলেটিকো মাদ্রিদ।
বিরতির পর বদলে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নদের কৌশল। একেবারে রক্ষণাত্মক লোদি-গ্রিয়েজম্যানরা।
৬০ শতাংশ বল দখলে রেখে কিংবা লক্ষ্যে প্রতিপক্ষের চেয়ে বেশি শট নিয়েও হোম ম্যাচে গোলের দেখা পাননি ম্যান ইউ। ৫ ফুটবলার পরিবর্তনের সব কটি সুযোগ কাজে লাগিয়েছেন কোচ রাংনিক। ম্যাগুয়ের, ফ্রেড, ব্রুনো ফের্নান্দেজদের উঠিয়ে, পগবা, রাশফোর্ড, কাভানিদের নামিয়েও সাফল্য মেলেনি।
শেষ পর্যন্ত বিদায় আক্ষেপ পুড়েছে ম্যান ইউ। মেসির পর রোনালদোর বিদায়ে রংহীন নিষ্ফলা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর।
ম্যান ইউ’র মতো অঘটনের শিকার ডাচ ক্লাব আয়াক্স। বল পজিশন আর আক্রমণে এগিয়ে থেকেও জয় পায়নি ডাচ ক্লাবটি। ৭৭ মিনিটের একমাত্র গোলে ৩-২ অ্যাগ্রিগেটে শেষ আট নিশ্চিত করতে পর্তুগাল ক্লাব বেনফিকা।