রোববার আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে টি টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
রোববার আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে টি টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। প্রথমদিনই মাঠে নামবে বাংলাদেশ।স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত ৮ টায়।
একদিন বিরতি দিয়ে আজ মাস্কাটে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম পর্ব ভালো করলেই সুপার টুয়েলভে খেলার সুযোগ মিলবে মাহমুদউল্লাহ বাহিনীর। প্রতিপক্ষের বিবেচনায় বিষয়টি সহজ মনে হলেও আপাতত ওমান পর্বে ভালো করে সুপার টুয়েলভ নিশ্চিত করতে চায় টিম বাংলাদেশ। এদিকে, ২৯ দিনের দীর্ঘ এই টুর্নামেন্টটি হবে কয়েক ধাপে। প্রথম ধাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা সহ আটটি দল অংশ নেবে গ্রুপ পর্বে। সেখান থেকে শীর্ষ ৪ দল উঠবে আসরের সুপার পর্বে। আগেই জায়গা নিশ্চিত করে রাখা আট দলের সাথে গ্রুপ পর্ব থেকে উঠে আসা ৪ দল মিলিয়ে হবে সুপার ১২ পর্ব। ৬ দল করে দুই গ্রুপে ভাগ হয়ে হবে এই পর্ব। এরপর নকআউট পর্বে থাকছে ২ সেমিফাইনাল ও ফাইনাল।