রোহিঙ্গা নির্যাতনের বিচার কার্যক্রম বাংলাদেশে স্থানান্তরের নির্দেশ আইসিসি’র

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গা নির্যাতনের জন্য মিয়ানমারের বিরুদ্ধে নেদারল্যান্ডে যে শুনানি হওয়ার কথা, তা বাংলাদেশে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। নেদারল্যান্ডসের হেগ শহরের পরিবর্তে এই বিচার কার্যক্রম বাংলাদেশ অনুষ্ঠিত হবে।
রোহিঙ্গাদের পক্ষে কাজ করছে এমন তিনটি ‘ভিকটিম সাপোর্ট গ্রুপের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসিতে আবেদনটি এমন সময় করা হয়েছে, যখন মিয়ানমার থেকে পালিয়ে হেগে পৌঁছেছেন মিয়ানমারের দুই সৈন্য। যারা রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা এবং ধর্ষণের ঘটনায় সরাসরি অংশ নেয়ার কথা স্বীকার করেছেন। নেদারল্যান্ডসের হেগে আইসিসি’র সব কার্যক্রম চললেও এবারই প্রথম এ ধরনের উদ্যোগ নেয়া হলো। যেখানে নির্যাতিতদের শুনানির জন্য আদালতকেই অন্য দেশে বসানোর আবেদন জানানো হয়েছে।