রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা মামলার বিচার শুরু
- আপডেট সময় : ০৫:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮০ বার পড়া হয়েছে
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জ গঠন করা হয়।
অভিযুক্ত ২৯ জনের মধ্যে ১৫ জন কক্সবাজার জেলা কারাগারে আছেন। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাত রোহিঙ্গা। অন্য ১৪ জন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। আসামিরা সবাই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। আদালতে, এই মামলায় মোট সাক্ষী ৩৮ জন। ২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া আশ্রয় শিবিরের ডি ব্লকের ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গাদের নেতা মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। হামলার জন্য মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান স্যালভেশন আর্মি’ বা আরসার কয়েকজন অস্ত্রধারীর নাম প্রচার করা হয়।