রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আটক দু’জনের ৭দিনের রিমান্ড আবেদন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আটক দু’জনের ৭দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক দেলোয়ার হোসেনের আদালতে আজ এ রিমান্ড আবেদনের শুনানি আজ। কক্সবাজার কোর্ট পুলিশের পরিদর্শক চন্দন কুমার সরকার জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় আটককৃতদের মধ্যে মোহাম্মদ সলিম ও শওকত উল্লাহকে আদালতে হাজির করা হবে। এর আগে শনিবার ভোররাতে তাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জিয়াউর রহমান ও আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ৪ জনকে আটক করেছে পুলিশ।