রোহিঙ্গা সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং মিয়ানমারের আন্তরিকতা
- আপডেট সময় : ০২:২৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং মিয়ানমারের আন্তরিকতা। এমনটাই মনে করেন সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, দারিদ্র বিমোচন এবং এসডিজি লক্ষ্য অজর্নের পথে সরকারের দুরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছেন বান কি মুন।
সময় যত গড়াচ্ছে ততই জটিল এবং দীর্ঘমেয়াদী সমস্যায় পরিনত হচ্ছে রোহিঙ্গাদের শরনার্থীদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার বিষয়টি। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান না হলে, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ নয়, পুরো দক্ষিন এশিয়ার স্থিতিশলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এমন বাস্তবতায় সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক বৈঠক শেষে, সাংবাদিকদের মুখোমুখি হলে প্রথমেই আসে রোহিঙ্গা প্রসঙ্গ।
জাতিসংঘের সাবেক মহাসচিব রোহিঙ্গা সমস্যার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বাংলাদেশের বেশ কিছু অর্জণের প্রশংসা করেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ঢাকার আমন্ত্রণে আগামী মার্চ বাংলাদেশ সফর করবেন বান কি মুন- এমন তথ্যও জানান ড. এ কে আব্দুল মোমেন।