রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে ভারত বাংলাদেশকে সহযোগিতা করবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নাগরিকদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে বলে আবারো জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। হাইকমিশনার জানান, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটা আঞ্চলিক সমস্যা। তাই ভারতও চায় এই সংকটের স্থায়ী সমাধান করতে। একই সাথে মিয়ানমারে ফেরার পর রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে ফের কোন সহিংসতার মুখোমুখি না হয়, সেই পরিবেশ সৃষ্টিতেও ভূমিকা রাখবে ভারত। এর আগে সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এসময় চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে ট্রানজিট ও ট্রান্সশিফমেন্টের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানোর সম্ভাবনার কথাও বলেন ভারতীয় হাইকমিশনার।