রোহিঙ্গার কারণে নিরাপত্তায় ছাড় নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের কারণে দেশের অভ্যন্তরীন নিরাপত্তা ইস্যুতে কোন আপস করবে না ঢাকা। বিদেশি কূটনীতিকদের উদ্বেগের মুখে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বহুমাত্রিক জটিলতায় রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্বের যে কোন প্রশিক্ষিত বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম।
গত চার মাসে রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সংঘর্ষ ও গোলাগুলিতে নিহত হয়েছে অন্তত ১৬ জন। সবশেষ আরসা ও আরাকান স্যালেভেশন আর্মির সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়।
এমন পরিস্থিতিতে রাজধানীর এক হোটেলে গোলটেবিল আলোচনায় অংশ নেন বিদেশী কূটনৈতিক, আমলা, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকসহ বিশিষ্টিজনরা। বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় সাম্প্রতিক রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কেউ কেউ।
জবাবে শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করছে সরকার।
মাদক, জঙ্গীবাদ ও মানব পাচারে জড়িত রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ অভ্যন্তরীন নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যমান পরিস্থিতে মানবিক সহায়তার পরিবর্তে কূটনৈতিক সহায়তার মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভূমিকার রাখতে বিদেশী বন্ধু রাষ্ট্রগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান শাহরিয়ার আলম।