রোহিঙ্গারা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে সরকারেরর ওপর আরো চাপ বাড়ানো হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৬৮২ বার পড়া হয়েছে
রোহিঙ্গারা প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে সরকারেরর ওপর আরো চাপ বাড়ানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গেল ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও কক্সবাজারে রোহিঙ্গা শিবিরগুলো পরিদর্শন করেন ৫ মার্কিন সিনেটর। ঢাকা ছাড়ার আগে গেল রাতে গণমাধ্যমে দেয়া বক্তব্যে তারা বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে চাপ দিতে ফেডারেল প্রতিনিধিদের আহ্বান জানাবেন তারা। আর মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপের ঘাটতি রয়েছে বলে মনে করেন তারা। মিয়ানমারে সেনাবাহিনীর দমনপীড়নের কারণে বাংলাদেশে এ পর্যন্ত আশ্রয় নিয়েছে ১১ লাখেরও বেশি রোহিঙ্গারা। মিয়ানমার সরকারের এই দমনপীড়নকে ‘জাতিগত নির্মূল’ ও ‘গণহত্যা’ দিয়েছে জাতিসংঘসহ অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো।