র্যাব পরিচয়ে অপ’হরণ-ছিন’তাই-ডাকা’তির চক্রের ৫ সদস্য গ্রে’প্তার
- আপডেট সময় : ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
রাজধানীতে রেব পরিচয়ে অপহরণ-ছিনতাই-ডাকাতি করে বেড়াতো এমন একটি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে রেব লেখা কোটি, খেলনা পিস্তল, হ্যান্ডকাপসহ বেশকিছু দ্রব্য উদ্ধার করা হয়। সম্প্রতি ঢাকার শ্যামলীতে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চক্রটিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তেজগাঁও জোনের ডিসি জানান, দীর্ঘদিন ধরে তারা রেব পরিচয়ে প্রাইভেট কার নিয়ে ছিনতাই করে আসছিলো। এদিকে মোহাম্মদপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী জনি মিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ।
১৭ সেপ্টেম্বর দুপুর বেলা। রাজধানীর শ্যামলী রিং রোডে ব্যাংকের বুথ থেকে বের হওয়া এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে তিনজন। সবার গায়ে রেবের কালো কোটি। ওই ব্যক্তিকে মারধর করে ছিনিয়ে নেয়া হয় ৫ লাখ ৪৫ হাজার টাকা। পরে নামিয়ে দেয়া হয় গাড়ি থেকে।
রেব পরিচয়ে অপহরণ-ছিনতাই-ডাকাতি করে বেড়াতো এই চক্রটির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর টাউন হলের সামনে থেকে ছিনতাই-চেষ্টার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে রেবের পোশাক, খেলনা পিস্তল, হ্যান্ডকাপসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে লুট হওয়া টাকা উদ্ধার করা যায়নি। এদিকে মোহাম্মদপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী জনি মিয়া- ওরফে আন্ডারওয়ার্ল্ডের রক্তচোষা জনিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা উদ্যান, বসিলা, আদাবর এলাকায় জনি নিয়মিত ছিনতাই-ডাকাতি-চাঁদাবাজি করে বেড়াতো বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে মোহাম্মদপুরের ইকবাল সড়কে এক প্রভাবশালীর ছেলের মাইক্রোবাসের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় ২ জন গ্রেফতার হয়েছে। আর তেজগাঁয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনকে করা গুলিতে মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মৃত্যুর ঘটনায় মারুফ বিল্লাহ ওরফে হিমেল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।