মাদারীপুরের শিবচর হাসপাতালে করোনা চিকিৎসায় নেই পর্যাপ্ত ব্যবস্থা
- আপডেট সময় : ১১:০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
দেশের প্রথম লকডাউন ঘোষিত মাদারীপুরের শিবচর হাসপাতালে করোনা চিকিৎসায় নেই পর্যাপ্ত ব্যবস্থা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বা স্বাস্থ্য বিভাগের কোন বরাদ্দই আসেনি। খাবার ও জনবল সংকটসহ অবকাঠামোগত সুযোগ-সুবিধাও তৈরি হয়নি। তাই করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন।
দেশের প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় গত ১৯ মার্চ শিবচর উপজেলাকে সংযমনের পর দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করে প্রশাসন। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫ জন, যার মধ্যে শিবচর উপজেলারই ১৭ জন। ইতালি প্রবাসীর পরিবারের ৬ জন আবারো সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়েছে। সংক্রমিত বেশি হওয়ায় শিবচরকে অধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল ঘোষণা করেছে আইইডিসিআর। কিন্তু জনবল সংকটে আইইডিসিআরের নির্দেশনায় হোম কোয়ারেন্টাইন পালনে দেখভাল করতে পারছে না স্বাস্থ্যকর্মীরা।
মানহীন সদর হাসপাতালের খাবারের কথা তুলে ধরেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী।
করোনা বাবদ কোন বরাদ্দ আসেনি বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা। নতুন আইসোলেশন কেন্দ্রের জন্য চাহিদাপত্র দিলেও কোন সদুত্তর মেলেনি।
আইসোলেশনে থাকা রোগীদের পুষ্টি সমৃদ্ধ খাবারের অপ্রতুলতার কথা স্বীকার করেন সিভিল সার্জন।
দেশের প্রথম লকডাউন এলাকার স্বাস্থ্যসেবা উন্নয়নে শিগগিরই সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয় জনগণের।