লকডাউন শিথিল করে ভয়ংকর অবস্থা তৈরি করেছে সরকার : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- আপডেট সময় : ০৮:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
করোনার মহাবিপর্যয়ে লকডাউন শিথিল করে ভয়ংকর অবস্থা তৈরি করেছে সরকার।এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সরকার ত্রাণের নামে দুর্নীতি করছে।
করোনা পর্যবেক্ষণ সেলের সবশেষ তথ্য তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
আপস..
করোনায় চিকিৎসক, আইন-শৃঙ্খলারক্ষা বাহিনী সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় করোনায় দেয়া সরকারের তথ্যের সমালোচনা করে পর্যবেক্ষণ সেলের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। এ সময় মৃত ও আক্রান্তের হার ৪০ গুণ বেশি বলেও দাবি করে দলটির মনিটরিং সেল। আর উপসর্গ নিয়ে মারা গেছে ১১শো।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের ব্যর্থতার কারণে করোনায় সংক্রমণের হার বাড়ছে।
সরকারের অদূরদর্শিতা ও সমন্বয়হীনতার কারণে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দাবি করে তিনি বলেন, পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় ঝুঁকিতে পড়ছে স্বাস্থ্যকর্মীরা। আর কাঙ্খিত চিকিৎসা না পেয়ে অকালে প্রাণ হারাচ্ছেন অনেকেই।
‘সরকারঘোষিত ৪২টি সেন্টারের বেশ কয়েকটি সেন্টার কার্যকর নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, কীটের অভাবে আক্রান্তরা টেষ্ট করাতে পারছে না। এদিকে, জনস্বাস্থ্যের কিট অনুমোদন নিয়ে টালবাহানার অভিযোগ করেন তিনি।