লকডাউনে আদালতের কার্যক্রমের ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি
- আপডেট সময় : ০৭:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৬০৮ বার পড়া হয়েছে
লকডাউনে আদালতের কার্যক্রম পরিচালনার ওপর জোর দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আদালত বন্ধ থাকতে পারে না । অন্যদিকে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, লকডাউনের উদ্দেশ্য সফল করতে হলে প্রয়োজন ভার্চুয়াল বিচার বিভাগ। হেফাজতে তাণ্ডব প্রসঙ্গে তিনি আরো বলেন, যারা মসজিদকে ব্যবহার করে দেশে অস্থিরতা তৈরি করতে চায় তাদের কঠোর ভাবে দমন করা উচিত।
রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বে চার বিচারপতির ভার্চুয়াল সংযোগের মধ্যে দিয়ে শুরু হয় আপিল বিভাগের বিচারিক কার্যক্রম। এ সময় একটি মামলার শুনানিতে করোনা প্রসঙ্গে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আদালত কখনো বন্ধ থাকতে পারে না।
দুপুরে ইতিহাসের মহানায়ক শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। এ সময় আলোচনা ছাপিয়ে উঠে আসে করোনা প্রসঙ্গ।ব্রাক্ষণবাড়িয়াসহ সম্প্রতি হেফাজতের তাণ্ডব প্রসঙ্গে নিজের মূল্যায়নও তুলে ধরেন তিনি।
নতুন প্রজন্মের আইনজীবীদের কাছে আইনের শাসন প্রতিষ্ঠা ও বিচার বিভাগ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনার কথা তুলে ধরতেই সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ইতিহাসের মহানায়ক শীর্ষক বইটি প্রকাশ করা হয়েছে বলেও জানান এ এম আমিন উদ্দিন।