লকডাউনে জামালপুরে ঈদের নকশী পোশাক তৈরি ও বিক্রি কমে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
লকডাউনে জামালপুরে ঈদের নকশী পোশাক তৈরি ও বিক্রি কমে গেছে। বেচাকেনা তেমন না হওয়ায় লোকসানে পড়েছে প্রায় ২০ হাজার উদ্যোক্তা। ভবিষ্যত চিন্তায় হতাশ এর সাথে জড়িত প্রায় দু’লাখ কর্মী।
সুই-সুতায় নারীদের নিপুন হাতে তৈরি জামালপুরের নকশী কাঁথা, বেড কভার, থ্রিপিছ, পাঞ্জাবি, ফতুয়াসহ নানা পণ্য এখন দেশের বাইরেও বেশ জনপ্রিয়। জেলার ব্র্যান্ডিং হিসেবে স্থান পেয়েছে এই হস্তশিল্প। ২০ হাজার উদ্যোক্তার সাথে কাজ করছে দু’লাখ নারী কর্মী। নববর্ষ ও ঈদ উপলক্ষে কোটি কোটি টাকার পণ্য তৈরি করে উদ্যোক্তারা। লকডাউনে তেমনভাবে বিক্রি না হওয়ায় লোকসানে পড়েছে তারা।
তবে, এর মাঝেও সীমিত পরিসরে ঈদ উপলক্ষে পছন্দের পন্য কিনছে ক্রেতারা। ব্যাংক ঋন, শ্রমিক মজুরি ও ঘরভাড়া নিয়ে বিপাকে রয়েছে উদ্যোক্তারা। এমন পরিস্থিতিতে সরকার তাদের পাশে দাঁড়াবে বলে আশা করে, সংশ্লিষ্টরা।