লকডাউনের পর সরকার গণপরিবহন চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
জনস্বার্থ বিবেচনায় ঈদকে সামনে রেখে লকডাউনের পর সরকার গণপরিবহন চালুর বিষয়ে চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আন্দোলন-বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের ধৈর্য ধরার আহবান জানান। আর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি করোনা সংকটে জনগণের পাশে না দাঁড়িয়ে এখনো সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে।
শনিবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষের জীবীকার কথা ভেবেই ইতমধ্যে লকডাউন শিথিল করা হয়েছে।
বিএনপি করোনা নিয়ে যতই অপপ্রচার করুক তাতে জনগণ বিশ্বাস করে না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করেনাকে পুঁজি করে যারা অপপ্রচারের বাণিজ্য করছে তারাই নানা অনিয়মের প্রশ্রয় দাতা।
এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ত্রান বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি সংকটে পাশে থাকে না বলেই জনগন তাঁদেরকে প্রত্যাখ্যান করেছে।