লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় ৩ জন শিশুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরে পৃথক স্থানে পুকুরে ডুবে দুই সহপাঠি ও বজ্রপাতে আরেক রাখাল শিশুসহ ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
জানা যায়, জেলার রামগতি উপজেলার চর ডাক্তার গ্রামের কবীর পাটোয়ারী বাড়ীতে ৬ বছর বয়সী রহিমা ও তার সহপাঠি ৫ বছর বয়সী নূহা নামের দুই সহপাঠি বাড়ীর আঙ্গিনায় খেলতে যান। কোন এক সময়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন স্বজনরা। নিহত রহিমা স্থানীয় সিরাজের মেয়ে ও নূহা একই বাড়ীর আলাউদ্দিনের মেয়ে। তারা দু’জন দারুল আরকান ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থী। এদিকে, একই দিন সন্ধ্যায় কমলনগর উপজেলার চরবসুর হাটে নিজেদের ছাগল চরাতে বিলে গেলে বাজ পড়ে ঘটনাস্থলেই মারা যায় ১২ বছরের শিশু রাব্বি। এসময় তাদের দুটি ছাগলও মারা যায় বলে জানা যায়।