লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার দেয়াল ধ্বসে ৩ শ্রমিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার দেয়াল ধ্বসে ৩ শ্রমিক নিহত। বগুড়ায় বিষাক্ত মদ পানে এক ব্যবসায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ী আমীর হোসেনের মদিনা ব্রিক্স নামীয় ইটভাটায় কাজ করছিল এই শ্রমিকরা। হঠাৎ চিমনির পাশে অবস্থিত ভাটার দেয়াল ধ্বসে পড়ে ঘটনাস্থলেই বেলাল ও ফারুক নিহত হয়। এ সময় গুরুতর আহত রাকিব, হেলাল, আরমানসহ ৯ শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। আহতদের মধ্যে রাকিবের অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে, বগুড়ায় বিষাক্ত মদ পানে আদম আলী নামের এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পেস্তা অসুস্থ হয়ে পড়লে বাড়িতেই চিকিৎসা দেয়া হয়। সন্ধ্যার দিকে তিনি অচেতন হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই সে মারা যায়।