লবন মিল মালিকদের জন্য দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো চালু হয়েছে ওয়েব বেইজ-মোবাইল অ্যাপ
- আপডেট সময় : ০৩:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫২২ বার পড়া হয়েছে
যুগ যুগ ধরে নানা অবহেলায় থাকা সনাতন লবন মিল মালিকদের জন্য দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো চালু হয়েছে আধুনিক ওয়েব বেইজ-মোবাইল অ্যাপ। সংশ্লিষ্টরা বলছেন, আয়োডিনযুক্ত লবন উৎপাদনসহ এই পদ্ধতির মাধ্যমে সহজে উৎপাদিত পণ্যের হিসেব সংরক্ষণ করা সম্ভব। এতে বেশ খুশি মিল মালিকরা।
কক্সবাজারে উৎপাদিত লবণ দেশের চাহিদা মিটিয়ে বিদেশেৱ রপ্তানী করা সম্ভব। অথচ, এখানকার প্রান্তিক চাষি ও মিলারদের মুল্যায়ন করা হয় না। দীর্ঘদিন পর সু-খবর হলো, লবন উৎপাদন করা এই মানুষগুলোকে আধুনিকায়নের কাজ করছে সরকার।
ইউনিসেফ এর সহযোগিতায় আন্তর্জাতিকমানের মেনেজমেন্ট ইনফরমেশন সিস্টেম- এমআইএস সুবিধার পাশাপাশি প্রান্তিক পর্যায় থেকে আয়োডিনযুক্ত লবনও পাবে দেশের মানুষ।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পট এরইমধ্যে উদ্বোধন করা হয়েছে।
সার্বজনীন আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করার লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে নীতি প্রণয়ন করা হবে বলে জানান লবন মিল মালিকরা।
তথ্য-প্রযুক্তির মাধ্যমে লবণ মিলারদের উন্নয়ন ও আয়োডিনযুক্ত লবণের ব্যবহার বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে জানান মিল মালিক এবং ব্যবসায়ীরা।
মানসম্মত লবন উৎপাদন নিশ্চিত করার মধ্যদিয়ে কক্সবাজারের লবন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানী করা সম্ভব হবে বলে জানান চেম্বার অব কমার্সের সভাপতি।
বর্তমানে ৮টি অঞ্চল থেকে দেশে আয়োডিনযুক্ত লবণ সরবরাহে কাজ করছে ৩২০টিরও বেশি মিল।