লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারিয়েছে লস ব্লাংকোসরা।
ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় রিয়াল। গোল পেতেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ম্যাচের ২১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেয় ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের বাকি সময়ে সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় রিয়াল। ফলে ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লস ব্লাংকোসরা। বিরতির পর ম্যাচের ৭৯ মিনিটে আত্মঘাতি গোলে লিড বাড়ায় রিয়াল। নির্ধারিত সময়ের খেলা ২ মিনিট বাকি থাকতে আবারো আত্মঘাতি গোল পায় রিয়াল। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দল। আর যোগ করা সময়ে দলের তুর্কিশ তারকা আরদা গুলেরের গোলে নিশ্চিত হয় রিয়ালের বড় জয়।