লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা বনাম কাদিজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪
- / ১৭৭৩ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ কাদিজ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। তবে সহজ প্রতিপক্ষের বিপক্ষে এ ম্যাচ জিতে রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান কমানোই বার্সার একমাত্র লক্ষ্য।
মাঠের খেলায় চেনা রুপে ফিরছে বার্সা। নিজেদের শেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে জাভি হার্নান্দেজের শীষ্যরা। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজিকে হারিয়ে দারুন উচ্ছ্বাসিত কাতালান শিবির। তবে লা লিগায় ধুকছে বার্সা। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে জাভির শিষ্যরা। সমান ম্যাচে ৮ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ফলে কাদিজের বিপক্ষে এ ম্যাচে জয় পেলেও পয়েন্ট টেবিলে আসবে না কোন পরিবর্তন।