লা লিগায় জয় দিয়ে বছর শুরু করলো বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
লা লিগায় জয় দিয়ে বছর শুরু করলো বার্সেলোনা। মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে জাভি হার্নান্দেজের দল।
দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি আসে লুক ডি ইয়ংয়ের হেডারে। করোনাভাইরাস ও চোটের থাবায় জর্জরিত বার্সেলোনার ১৭ জন খেলোয়াড় মাঠের বাইরে। ফলে বেঞ্চের খেলোয়াড়দের পরখ করতে হয় জাভিকে। সেই দল নিয়েই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট অর্জন কাতালান ক্লাবটির। ম্যাচের শুরু থেকেই মায়োর্কাকে চাপে রাখে বার্সা। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। তবে, জালের ঠিকানা খুঁজে পায়নি কাতালান জায়ান্টরা। এদিকে, জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদও। ভায়োকানোকে ২-০ গোলে হারিয়েছে তারা। তবে, হোচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। গেটাফের কাছে ১-০ গোলে হেরেছে গ্যালাক্টিকোরা।