লাইসেন্স ও ফিটনেস নবায়ন করা না হলে, যানবাহনে তেল-গ্যাস না দেয়ার নির্দেশ
- আপডেট সময় : ০৮:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ১৫৭১ বার পড়া হয়েছে
লাইসেন্স ও ফিটনেস নবায়ন করা না হলে, যানবাহনে তেল-গ্যাস না দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি নবায়নের জন্য আরও দু’মাস সময় বাড়িয়েছে আদালত। বুধবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে হাইকোর্টে জমা দেয়া এক প্রতিবেদনে বিআরটিএ জানায়, উচ্চ আদালতের বেঁধে দেওয়া দুই মাস সময়ে লাইসেন্স ও ফিটনেসহীন ৫ লাখ গাড়ির মধ্যে ৮৯ হাজার ২৬৯টি গাড়ি ফিটনেস নবায়ন করেছে ।
বিআরটিএ-র তথ্য মতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ফিটনেস বিহীন গাড়ী। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ফিটনেস বিহীন গাড়ির সংখ্যা ছিল প্রায় ৫ লাখ।
এমন বাস্তবতায় ২৪ জুন লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়ি ও লাইসেন্স নবায়ন না করা চালকের তথ্য জানতে চায় হাইকোর্ট। একইসঙ্গে ফিটনেস বিহীন ৪ লাখ ৫৮ হাজার ৩৬৯টি গাড়ি এবং লাইসেন্স নিয়ে নবায়ন না করা চালকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে জানাতে নির্দেশ দেয় আদালত।
বুধবার বিআরটিএ-র দেয়া প্রতিবেদনে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশনার পরও সাড়া পড়েনি গাড়ীর ফিটনেস নাবায়নে। পরিস্থিতি বিবেচনায়, ফিটনেসবিহীন গাড়িকে জ্বালানী না দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশনা সড়কে ঝুঁকিযুক্ত পরিবহনের সংখ্যা কমাতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলেও মত দেন ব্যারিস্টার মঈন ফিরোজ।