লাউকাঠী নদীতে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো বিজয় নৌকা বাইচ

- আপডেট সময় : ০৫:৫০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মুজিববর্ষ এবং পটুয়াখালী মুক্ত দিবস উপলক্ষে লাউকাঠী নদীতে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো বিজয় নৌকা বাইচ। জেলা প্রশাসনের আয়োজনের এই বাইচ দেখতে হাজারো নারী-পুরুষের উপস্থিত হয় নদীর দুই পাড়ে। পরে, জেলা প্রশাসক অংশ নেয়া দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন।
১৯৭১ সালের ৮ ডিসেম্বর হানাদার মুক্ত হয় পটুয়াখালী জেলা। সেদিন লাউকাঠী নদী থেকে লঞ্চ যোগে পটুয়াখালী ত্যাগ করেন পাক হানাদার বাহিনী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জেলা মুক্ত দিবসে সেই লাউকাঠী নদীতে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় নৌকা বাইচ। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ৬ টি দল বাইচে অংশ নেয়। বাইচ দেখতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ স্ব বান্ধনে উপস্থিত হন।
প্রথমবারের মত জেলা মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিরা।
বিগত বছর গুলোতে পটুয়াখালী হানাদার মুক্ত দিবস তেমন কোন আয়োজন না থাকলেও এবারই প্রথম বারের মত এমন আয়োজন করে জেলা প্রশাসক। আগামী দিন গুলোতেও এই ধারাবাহিক বজায় রাখার কথা জানান জেলা প্রশাসক। এছাড়া জেলা মুক্ত দিবস উপলক্ষে নৌকা বাইচের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়।
নৌকা বাইচে অংশ নেয়া ৬ টি দলের মধ্যে মাগুরা টাইগার দল প্রথম, আতিকের তরি ২য় এবং মা সিতলা ৩য় স্থান অধিকার করে।