চব্বিশ বছরেও উন্নয়ন হয়নি জামালপুরের লাউচাপড়া পর্যটন কেন্দ্রে
- আপডেট সময় : ০৪:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৮৮৭ বার পড়া হয়েছে
দীর্ঘ দুই যুগেরও বেশী সময় অতিবাহিত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জামালপুরের সীমান্তবর্তী বকশীগঞ্জের লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্রে। ফলে যথেষ্ট সম্ভাবনা থাকা সত্বেও লাখ লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। তবে কর্তৃপক্ষ বলছে অচিরেই এই বিনোদন কেন্দ্রের উন্নয়ন করা হবে।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ১৯৯৬ সালে জামালপুর জেলা পরিষদ গড়ে তোলে গারো পাহাড়ের পাদদেশে নৈ:সর্গিক সৌন্দর্যের অপরূপ সৌন্দর্য্যরে লীলাভূমি লাউচাপড়া অবসর বিনোদন ও পর্যটন কেন্দ্রটি।
চলাচলের জন্য প্রসস্থ রাস্তা নির্মান এবং পর্যটকদের রাত্রি যাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না থাকায় দিনদিন পর্যটক শুন্য হয়ে পাড়ছে এই বিনোদন কেন্দ্রটি।
আগামী অর্থবছরে বিশেষ বরাদ্দ পেলে লাউচাপড়া বিনোদন কেন্দ্রীটিকে আধুনিকায়ক করে পর্যটকদের সুবিধার জন্য সকল কিছু করা হবে বলে জানানেল জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান।
সবমিলিয়ে এই বিনোদন কেন্দ্রটিতে সমস্যা সমাধান করলে পর্যটকদের পদচারনায় মুখরিত হবে বিনোদন কেন্দ্রটি। সরকারও বিপুল পরিমান রাজস্ব পাবে এমনটি প্রত্যাশা সকলের।