লাখো পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজার ও হবিগঞ্জ
- আপডেট সময় : ০৫:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ঈদে পর্যটকের পদচারণায় মুখর মৌলভীবাজার ও হবিগঞ্জের চা বাগানসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। হোটেল-মোটেল, রিসোর্ট-কটেজ, বাংলো ও গেষ্ট হাউসে নেই তিল ধারণের ঠাঁই। কর্তৃপক্ষ বলছে, পর্যটকদের নিরাপত্তাসহ সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে।
মৌলভীবাজারের লাউয়াছড়া,বাইক্কাবিল, মাধবপুর লেইক, হামহাম জলপ্রপ্রাপ্ত, বৈধ্যভূমি-৭১, মাধবকুন্ড জলপ্রপাতসহ শতাধিক পর্যটন স্পট এখন লাখো পর্যটকের পদচারণায় মুখরিত।
করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর, পর্যটন কেন্দ্রগুলো খুলে দেয়ায় তা প্রাণ ফিরে পেয়েছে। পর্যটন স্পট, রেইনফরেষ্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানের নিবিড় ছায়ায় বিলুপ্ত বন্য প্রাণী উল্লুক, লজ্জাবতী বানর, চশমাপরা হনুমান, মায়া হরিণ সহ বিভিন্ন প্রজাতীর প্রানীর দেখা পেতে লাখো পর্যটক ভিড় করেছেন।
শতাধিক চা বাগান, দূর্গম পাহাড়ের পাদদেশে প্রাকৃতিক হামহাম জলপ্রপাত, সীতেশ বাবুর চিড়িয়াখানার দূর্লভ প্রজাতির প্রানী বাড়তি বিনোদন দিচ্ছে।
দৃষ্টিনন্দন মাধবপুর লেকের প্রাকৃতিক সৌন্দর্য আর বড়লেখার মাধবকুন্ড জলপ্রপাত দেখতে ভিড় করছে অনেকেই।
ট্যুরিষ্ট পুলিশের সঙ্গে সমন্বয় করে পর্যটকের নিরাপত্তা দেয়ার কথা জানান পুলিশ সুপার।
পর্যটকদের সুবিধায় ট্যুরিষ্ট বাস চালুর কথা জানান জেলা প্রশাসক।
এদিকে ঈদের ছুটিতে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন্যপ্রাণী দেখতে লাখো মানুষ ভিড় করছেন।
দিগন্ত বিস্তৃত হাওড়ের সৌন্দর্য ও ৪শ’ বছরের পুরনো বিথঙ্গল আখড়ার পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন দেখতে এসেছেন অনেকে।
৬শ’ বছরের পুরনো মুগল সম্রাট সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত ঐতিহ্যবাহী উচাইল শাহী মসজিদ, বানিয়াচং উপজেলার লক্ষীবাওড় জলাবনের সৌন্দর্য টানেও এসেছে পর্যটকর।
হোটেল মোটেল রিসোর্টে তিল ধারণের ঠাঁই নেই। পর্যটকদের সুবিধায় সব ব্যবস্থা রাখার কথা জানান ব্যবসায়ীরা।
হাওড় ও পাহাড়ের মিতালী, প্রকৃতির অপার সৌন্দর্য্য উপভোগে পর্যটকরা ভিড় করেন সব মৌসুমে।