লাগামহীনভাবে বাড়ছে বগুড়ায় বাড়িভাড়া
- আপডেট সময় : ০৪:২২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
লাগামহীনভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম। তার উপর বাড়ানো হচ্ছে বাড়ি ভাড়া। নতুন বছরের শুরুতেই বগুড়ায় বাড়িতে বাড়িতে ভাড়াটিয়াদের ভাড়া বৃদ্ধির নোটিশ দিচ্ছেন বাড়ির মালিকরা। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন ভাড়াটিয়ারা।
উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর বগুড়া। চাকুরী আর ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে অন্য জেলা থেকে হাজার হাজার মানুষ আসেন এখানে।বেশিরভাগেরই আশ্রয়স্থল ভাড়াবাড়ি। কেউ উঠেছেন ফ্লাট,আবার কেউ ছোট-বড় কাঁচা পাকা বাড়িতে। বছরের শেষ সময়ে বাড়ির মালিকরা এখন জানান দিচ্ছেন ভাড়া বৃদ্ধির। শুধু বাড়ি নয়, অফিস, দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের সবাই এখন ভাড়া বাড়ানোর চাপা।
ভাড়াটিয়াদের অভিযোগ,ইচ্ছেমত বাড়ানো হচ্ছে ভাড়া। তবে বাড়ির মালিকরা বলছেন,হোল্ডিং ট্যাক্স,জমির খাজনা, গ্যাস, বিদ্যুৎ,পানির দাম বাড়ার কারণেই তারা বাধ্য হয়ে ভাড়া বাড়াচ্ছেন।
ভাড়া বাড়ালেও তা সহনীয় পর্যায়ে রাখা হয়েছে, জানালেন এই ফ্ল্যাট মালিক।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে আইনের সংশোধন আর যথাসাধ্য প্রয়োগ চান ভাড়াটিয়ারা।