লালমনিরহাটে সাবেক মন্ত্রী ও তার পুত্রের অবৈধ স্থাপনা উচ্ছেদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার পুত্রের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেল বিভাগ।
তুষ ভান্ডার রেলওয়ে স্টেশন এলাকায় উচ্ছেদ করা স্থাপনা গুলোর মধ্যে রয়েছে, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অফিস, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী পুত্রের সময় কাটানোর মিনি পার্ক ও গোডাউন। এছাড়াও মন্ত্রীর ভাই সামসুজ্জামান আহমেদের নির্মাণাধীন একটি স্থাপনাও গুড়িয়ে দেয়া হয়েছে। রেল কতৃপক্ষ জানিয়েছে, কৃষি জমির লাইসেন্স নিয়ে শর্ত ভঙ্গ করে স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। ফলে সেই লাইসেন্স বাতিল করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।