লালমনিরহাটের আদিতমারী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
লালমনিরহাটের আদিতমারী উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
উপজেলা পরিষদের সরকারি নথিপত্র হারিয়ে যাওয়া এবং রাজস্ব তহবিলের উনিশটি চেকবই’র পাতা ছিঁড়ে ফেলার অভিযোগে আরও একটি সাধারণ ডায়েরী হয়েছে। আদিতমারী থানায় পৃথক দু’টি জিডি রবিবার রাতে নথিভুক্ত করা হয়েছে। আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, দু’টি জিডি সম্পর্কে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন উপজেলা চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক।