লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এখন মাদকের ছড়াছড়ি
- আপডেট সময় : ০৮:০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৭৬২ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা মাদকের হট স্পট। হাত বাড়ালেই খুব সহজে মেলে বিভিন্ন মাদক সামগ্রী। মাদকের সাথে সাথে জুয়া, পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়েছে সমান তালে। বহিরাগত ও স্থানীয় মাদক সেবী এবং বখাটেদের আনাগোনায় অতিষ্ঠ উপজেলার সর্বস্তরের মানুষ। স্থানীয় থানা পুলিশের কাছে বারবার অভিযোগ করেও কোন প্রতিকার না পেয়ে নিজেরাই নিয়েছেন সমাধানের ব্যবস্থা।
জেলার কালীগঞ্জ উপজেলার সর্বত্র এখন মাদকের ছড়াছড়ি। সীমান্তবর্তী উপজেলাটির বিভিন্ন গ্রামে প্রতিনিয়ত ভিড় করছে মাদক সেবীরা। মাদকের সাথে সাথে পাল্লা দিয়ে জুয়া পতিতাবৃত্তি সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে প্রতিনিয়ত।
এদিকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে এলাকার শিক্ষার্থী ও যুব সমাজকে রক্ষার্থে পুলিশের সহযোগিতা না পেয়ে অনেকটা বাধ্য হয়ে নিজেরাই উদ্যোগ নিয়েছেন উপজেলার মদাতি ইউনিয়নের হাজরানিয়া গ্রামবাসী। সংগঠন তৈরি করে কয়েকটি দলে বিভক্ত হয়ে হাতে লাঠি নিয়ে গ্রামের মোড়ে মোড়ে পাহারা বসিয়ে মাদক প্রতিরোধের চেষ্টা করছেন তারা।
তবে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এলাকাবাসীর এমন ব্যতিক্রমী উদ্যোগে সহযোগিতা নেই থানা পুলিশের এমন অভিযোগ এই কর্মকর্তার।
মাদকের ব্যাপকতার বিষয়টি অস্বীকার করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
শিক্ষার্থীসহ যুবক ও সমাজকে রক্ষায় হাজরানীয়া গ্রামবাসির এমন ব্যতিক্রমী উদ্যোগটি ইতিমধ্যেই সারা ফেলেছে জেলাজুড়ে।