লিবিয়ায় গ্যাং বা মাফিয়া নামধারীদের অনেকেই বখে যাওয়া বাংলাদেশি যুবক
- আপডেট সময় : ০১:০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
লিবিয়ায় গ্যাং বা মাফিয়া নামধারীদের অনেকেই বখে যাওয়া বাংলাদেশি যুবক। বিষয়টি নিশ্চিত করেছেন সে দেশের বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা।স্বজন হারিয়ে পরিবারের সদস্যরাও ভয়ংকর এ ফাঁদ এতোদিনে বুঝতে পেরেছেন। মাফিয়াদের সহায়তায় মাদারীপুরের গ্রামে গ্রামে রয়েছে দালাল চক্র।
লিবিয়ায় গাদ্দাফী বিরোধী যুদ্ধের পর, সে দেশের সমুদ্র ব্যবহার করে ইটালীতে অভিবাসীদের ঢল নামে। সেই সুযোগে গত কয়েক বছর ধরেই মাদারীপুরে দালালদের দৌরাত্ম বেড়ে যায়। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে দালাল চক্র। লিবিয়া থেকে ইটালী নেয়ার পথে সে দেশের মাফিয়া, পুলিশ, অপহরনকারীদের নাম করে বাংলাদেশিদের অপহরণ করে এদেশেরই ওই চক্রই। এরপর দেশে থাকা স্বজনদের ফোন করে দাবি করা হয় বিশাল অঙ্কের মুক্তিপণ।
সম্প্রতি লিবিয়ায় নিহতের ২৬ জনের ১২জনই মাদারীপুরের। আহতদের অনেকেই এ জেলার। লিবিয়ায় পৌছানোর পর মাফিয়া বা গ্যাং সেজে টাকা চাওয়ার কৌশল সাজায় চক্রটি। আর টাকা উত্তোলন করে এদেশের দালালরা। তদন্তে লিবিয়ায় মাফিয়া বা গ্যাং পরিচালনায় বাংলাদেশীদের সম্পৃক্তের কথা জানান পুলিশ কর্মকর্তাও। যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ায় মাফিয়া ও গ্যাং এর সাথে বাংলাদেশীদের জড়িত হওয়ায় বিষয়টি তুলে ধরেন দূতাবাসের কর্মকর্তারা। দাবী করেন বড় ধরনের অভিযান।