লেক অন্টারিও’র উত্তর উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন ও ২ কানাডার নাগরিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
কানাডার লেক অন্টারিও’র উত্তর উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন ও ২ কানাডার নাগরিক নিহত হয়েছেন।
কানাডার ট্রান্সপোর্ট সেফটি এজেন্সি জানায়, মার্কিন পিপার পিএ-৩২ বিমানটি টরেন্টোর বাটনভিল বিমান বন্দর থেকে কুইবেক সিটি’তে যাচ্ছিলো। ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্ত কর্মকর্তা কেন ওয়েবস্টার শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, বুধবার স্থানীয় সময় বিকাল ৫টার পর অনাটারিও’র কিংসটন বিমানবন্দরের কাছাকাছি সেটি বিধ্বস্ত হয়। তিন শিশুসহ টেক্সাসের অধিবাসী বিমানটির পাইলট, তার বান্ধবী এবং কানাডার ২ নাগরিক বিমানটিতে ছিল। ফক্স নিউজ জানায়, সেনাবাহিনীর সদস্যসহ উদ্ধারকারীরা হেলিকপ্টারে দুর্গম ওই এলাকায় অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।