লেখক মুশতাকের মৃত্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বাম ছাত্রসংগঠনের বিক্ষোভ
- আপডেট সময় : ০৮:২২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পুলিশ দিয়ে, মামলা দিয়ে, ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন প্রতিহত করা যাবে না বলে হুশিয়ারি দিয়েছে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতারা। দুপুরে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও বিচার, মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ৮ ব্যক্তির মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে আয়োজিত সভা থেকে এই হুশিয়ারি দেন তারা। ছাত্র নেতারা আরো বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আগামীতে দেশজুড়ে এই আন্দোলনকে এগিয়ে নেয়া হবে।
ঘড়ির কাটায় দুপুর বারোটা ২০ মিনিট। সচিবালয় সংলগ্ন শিক্ষা ভবনের সামনে এভাবেই পুলিশী ব্যারিকেড সরিয়ে ফেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এরপর পুলিশী বাধা অতিক্রম করেই সচিবালয়ের দিকে এগিয়ে যেতে থাকে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদে মৃত্যুর তদন্ত ও বিচার এবং আটক ৮ জনের মুক্তির দাবীতে দাবীতে বাম ছাত্র সংগঠনগুলোর এই বিক্ষোভ কর্মসূচী।
তবে বিদ্যুৎ ভবনের সামনেই সচিবালয় ঘেরাও করতে আসা মিছিলটিকে থামিয়ে দেয় পুলিশ। শুরু হয় শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ।
এসময় সরকারকে উদ্দেশ্য করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি বলেন, হামলা- মামলা ও পুলিশি ভয় দেখিয়ে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন দমানো যাবে না।
অবিলম্বে ছাত্রদের দাবী মানা না হলে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেয়া হবে বলেও ঘোষণা দেন বাম ছাত্রসংগঠনগুলোর নেতারা।
এর আগে দুপুর বারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয় শিক্ষার্থীদের এই প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় শহীদ মিনার ও দোয়েল চত্বর হয়ে সচিবালয় যাবার পথে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।