লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণ : ১২ জন গুরুতর আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে শক্তিশালী বিস্ফোরণে ১২ জন গুরুতর আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় টায়ার শহরের একটি ক্যাম্পে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে বহু লোক আহত হলেও কেউ নিহত হয়নি। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের জায়গায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অস্ত্রের গুদাম ছিল। এ ঘটনায় প্রশাসন জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে। করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবহারের জন্য সংরক্ষিত অক্সিজেন ক্যানিস্টার থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা হচ্ছে। লেবাননে ডজনখানেক ফিলিস্তিনি শরণার্থী শিবির আছে। সেগুলো মূলত হামাস, ফাতাহসহ বিভিন্ন সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীই নিয়ন্ত্রণ করে থাকে।