লেবাননে খাদ্য, প্রাথমিক চিকিৎসা এবং মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত
- আপডেট সময় : ০১:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
লেবাননে খাদ্য ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রয়োজনে জরুরি ভিত্তিতে লেবাননকে বাংলাদেশ যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত রয়েছে। বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সে দেশে বিস্ফোরণে হতাহতের ঘটনায় সহানুভূতি ও সমবেদনা জানান। এ সময় সে দেশের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ থেকে খাদ্য ও চিকিৎসা সামগ্রী এবং মেডিক্যাল টিম পাঠানোর কথাও জানান তিনি। ড. মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লেবাননে বুধবার শক্তিশালী বিস্ফোরণে চারজন বাংলাদেশি নিহত হন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ প্রায় ১০০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া সে দেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয় ক্ষতিগ্রস্ত হয়েছে।