লেবাননে তথ্যমন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই সরে দাঁড়ালেন পরিবেশমন্ত্রীও
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে সরকারের ব্যর্থতার দায় স্বীকার করে দেশটির তথ্যমন্ত্রীর পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই সরে দাঁড়ালেন পরিবেশমন্ত্রী দামিয়ানোস কাত্তারও।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, লেবানিজ প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ সহযোগী দামিয়ানোস কাত্তারকে পরিবেশমন্ত্রী পদে ধরে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকেন কাত্তার। এর আগে রোববার সরকারের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগের ঘোষণা দেন লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ। গত মঙ্গলবার বৈরুতের পূর্বাঞ্চলীয় বন্দরে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫৮ জন, আহত ছয় হাজারেরও বেশি মানুষ। বিস্ফোরণে শহরটির অর্ধেকই ধূলিসাৎ হয়ে গেছে। এতে গৃহহীন হয়ে পড়েছেন তিন লাখের বেশি বাসিন্দা।