লেবুখালী-পায়রা সেতু আগামী ২৪ অক্টোবর যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে
- আপডেট সময় : ০২:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পটুয়াখালী-বরিশাল মহাসড়কে নির্মিত লেবুখালী-পায়রা সেতু আগামী ২৪ অক্টোবর যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে। এদিন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করার কথা রয়েছে। সেতু খুলে দেয়ার খবরে পুরো দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দিপনা ।
পটুয়াখালীর পায়রা নদীর উপর লেবুখালী-পায়রা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে গেলো মাসের শেষে মূলসেতুর শতভাগ নির্মাণ শেষ হয়। চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান ছিলো সাথে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় বেশ আনন্দিত স্থানীয়রা
এটি দেশের ২য়তম ব্রিজ, যা এক্সট্রা ডোজ ক্যাবেল সিস্টেমে তৈরী করা। ১৪শ’ ৭০ মিটার দৈর্ঘ্য এবং ১৯.৭৬ মিটার প্রস্তের এই ব্রিজটি ক্যাবল দিয়ে দুই পাশে সংযুক্ত করা। নির্মাণ ব্যয় ১৫শ’ কোটি টাকা।
সেতুটির উদ্বোধন হলে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক উন্নয়নে আরেক ধাপ এগিয়ে যাবে বরিশালসহ দক্ষিণের ছয় জেলা। জনপ্রতিনিধিরা জানালেন তাদের মতামত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী ভ্রমণপিপাসু মানুষেরও আগ্রহের শেষ নেই এ সেতু ঘিরে। দৃষ্টি নন্দন সেতুটি বিনোদন কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে।