লেভান্তেকে গোল বন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় লেভান্তেকে গোল বন্যায় ভাসিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ৬-০ গোলের জয় পেয়েছে লস ব্লাংকোসরা।
রের মাঠে শুরু থেকেই অপ্রতিরোধ্য কার্লো আনচেলোত্তির শির্ষ্যরা। ম্যাচের ১৩ মিনিটে ফারল্যান্ড মেন্ডির গোলে এগিয়ে যায় রিয়াল। ছয় মিনিট পর স্কোরশিটে নাম তোলেন করিম বেনজেমা। দল এগিয়ে যায় ২-০ ব্যাবধানে। ম্যাচের ৩৪ মিনিটে রদ্রিগোর গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। বিরতির আগেই ৪-০ গোলে এগিয়ে যায় গ্যালাক্টিকোরা। গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। বিরতি থেকে ফিরেও একই রুপে রিয়াল। ম্যাচের ৬৮ মিনিটে বেনজেমার দারুণ এক ক্রসে গোল করে দলকে আবারো এগিয়ে দেয় ভিনিসিয়াস। আর ৮৩ মিনিটে নিজের হ্যাট্রিক ও দলের বড় জয় নিশ্চিত করেন ভিনিসিয়াস।