শত বছর পার করলেন বগুড়ার স্বনামধন্য ডাক্তার মোজাহারুল ইসলাম
- আপডেট সময় : ০৬:১৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
এই জীবনে শত বছর পার করবেন সে স্বপ্ন হয়তো অনেকেরই সফল হয় না, কিন্তু সেই স্বপ্নই পূরণ করলেন বগুড়ার স্বনামধন্য ডাক্তার মোজাহারুল ইসলাম।
বয়সে প্রবীণ হলেও এখনো মন আর শরীরে ধরে রেখেছেন তারুণ্য। সুস্থ আর সবল তিনি। স্মৃতিচারণ কেক কাটা, অতিথি আপ্যায়ন আর ব্যতিক্রমী নানা আয়োজনে পালিত হলো তার জন্ম শতবার্ষিকী।
বগুড়া শহরের কালীতলার বাসিন্দা ডা: মোজাহারুল ইসলাম। ১৯২৩ এর ১৮ ফেব্রুয়ারি তার জন্ম। ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ গণঅভ্যুত্থান সামরিক শাসন সবই দেখেছেন তিনি।
চিকিৎসা পেশায় যথেষ্ট সুনাম কুড়িয়েছেন। তিনি। অনেকের মুখেই তার নাম। বেশ কয়েকটি মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। এখন দিন কাটাচ্ছেন ইবাদত বন্দেগি আর মানুষের সেবায়।
কেককাটা, দোয়া মাহফিল আর নানা আনন্দ আয়োজন ছিল এবারের জন্মদিনের অনুষ্ঠানে। এসেছেন ছেলে মেয়ে নাতি- নাতি, এলাকাবাসী । সাথে নিয়ে এসেছেন উপহার সামগ্রী।
বাবার সুস্থতায় দোয়া চাইলেন ছেলে ব্রিগেডিয়ার জেনারেল নেয়ামুল গণি চৌধুরী।
ডা: মোজাহারুল ইসলাম সবার জন্য এক অনুপ্রেরণা। তার মত সুস্থতা নিয়ে শত আয়ুতে পা রাখুন সবাই। এমনটাই প্রত্যাশা সবার।