শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ঢাকার ধামরাইয়ের গাজীখালি নদীতে শুরু হয়েছে খনন কাজ
- আপডেট সময় : ১০:১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশের নদ-নদী রক্ষায় সরকারের নেয়া শতবর্ষী ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ঢাকার ধামরাইয়ের গাজীখালি নদীতে শুরু হয়েছে খনন কাজ। খননের ফলে মৃত প্রায় নদীটি যেমন প্রাণ ফিরে পাবে তেমনি নদীর পানি সুফল বয়ে আনবে এলাকাবাসীর জন্যেও। স্থানীয় জনপ্রতিনিধিসহ পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারী প্রতিষ্ঠানও যথাসময়ে এই কাজের পরিসমাপ্তি দেখতে চান।
দেশের ছোট বড় নদ-নদী আর খাল-বিল-জলাশয় রক্ষায় ডেল্টা প্ল্যান গ্রহণ করেছে সরকার । এর অংশ হিসেবে ঢাকার ধামরাইয়ে গাজীখালি নদীর ৪৫ মিটার খনন প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু করেছে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী জানালেন, এবার নদীর খনন কাজে ঠিকাদারদের কিছু বিষয় কঠোরভাবে বিবেচনা করা হয়েছে।
সরকারের নেয়া ডেল্টা প্লান বাস্তবায়নে সকলের সহযোগিতা চাইলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি। এদিকে, নির্দিষ্ট সময়ের মধ্যে খনন কাজের পরিসমাপ্তি দেখতে চান বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী। ডেল্টা প্লান বাস্তবায়নে ২ হাজার ২শ’ ৮০ কোটি টাকা ব্যয়ে ৬৪ জেলার ৮৮টি নদী ও ৩৫২টি খাল এবং ৮টি জলাশয় খনন প্রকল্পের কাজ করছে সরকার।