‘শতাব্দীর মহানায়ক- চিত্রপটে দৃশ্যকাব্যে বঙ্গবন্ধু’ শিরোনামে বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনা করেছে শিল্পকলা একাডেমী
- আপডেট সময় : ০২:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
জাতির পিতার জন্মতিথির পূণ্যলগ্নে সূচনা হবে মুজিব বর্ষ। সেদিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘শতাব্দীর মহানায়ক- চিত্রপটে দৃশ্যকাব্যে বঙ্গবন্ধু’ শিরোনামে পৌণে এক ঘন্টাব্যাপী এক বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনার পরিকল্পনা করেছে শিল্পকলা একাডেমী। বৃহৎ এ কর্মযজ্ঞে অংশ নিচ্ছেন দেশের নানা প্রান্তের প্রায় বারোশ’ শিল্পী। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে চলছে শেষ মুহূর্তের মহড়ার কর্মব্যস্ততা।
ব্যাকগ্রাউন্ডে বাজছে নির্দিষ্ট গান। চলছে সমবেত নৃত্যের মহড়া। বিভিন্ন বয়সী শিল্পীরা নাচের মুদ্রা বুঝে নিচ্ছেন কোরিওগ্রাফারের কাছ থেকে। আর কোরিওগ্রাফার ভুল শুধরে দিতে দিতেই প্রডাকশন ডিজাইনটাকে যতোদূর সম্ভব নিখুঁত করে তুলতে চাইছেন।
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের প্রতিকোণে কর্মব্যস্ততার এমন দৃশ্য চোখে পড়ে। টানা দু’মাস ধরে চলছে অনুশীলন। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রজন্মের নৃত্যশিল্পীদের টুকরো টুকরো পরিবেশনা নিয়ে তৈরি করা হয়েছে বেশকিছু কোলাজ। বিভিন্ন ধারার নৃত্যশিল্পীরা ভিন্ন ভিন্ন মেজাজের গানের সাথে বিবিধ ধারার নৃত্যে একটি সমবেত দৃশ্যকল্প সাজাচ্ছেন।
মুজিব বর্ষের আয়োজনকে ঘিরে বিভিন্ন প্রজন্মের শিল্পীদের সমন্বয়ে শিল্পকলা একাডেমীর এ শৈল্পিক যুদ্ধের বিজয় পতাকা উত্তোলিত হবে সতেরো মার্চ প্যারেড গ্রাউন্ডের মঞ্চে।