শপথ নিয়েছেন প্রধান বিচারপতি ও অন্তবর্তী সরকারের দুই উপদেষ্টা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
শপথ নিয়েছেন প্রধান বিচারপতি ও অন্তবর্তী সরকারের দুই উপদেষ্টা। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। প্রথমে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
পরে দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক–ই–আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। এর ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা। আজ দুই উপদেষ্টা শপথ নিয়েছেন। তবে ফারুক-ই-আজম দেশের বাইরে থাকায় তিনি আজ শপথ নিতে পারেননি। গত ৮ আগস্ট রাতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস এবং তার ১৩ জন উপদেষ্টা।