শফিউল বারী বাবু ও আব্দুল আউয়াল খান স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
- আপডেট সময় : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান অত্যন্ত বিনয়ী রাজনীতিবিদ ছিলেন বলে মন্তব্য করেছন সাবেক ছাত্রনেতা ও তার দীর্ঘ সময়ের রাজনৈতিক সহকর্মীরা।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু ও বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক প্রয়াত আব্দুল আউয়াল খান স্মরণে শুক্রবার সকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’ ব্যানারে আয়োজিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তারা । এ সময় শোককে শক্তিতে রূপান্তরিত করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, বাবুদের স্বপ্ন ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র। যেখানে মানুষের সকল প্রকার মৌলিক অধিকার থাকবে।সে লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের কাজ করার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা।