শব্দদূষণ রোধে ঢাকা শহরে ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
সামাজিক আন্দোলন গড়ে তুলে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাড়িচালকসহ সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণ দেয়া হবে।
শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা শহরে ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন উপলক্ষে সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনের অবস্থান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সবাইকে সাথে নিয়েই শব্দদূষণ নিয়ন্ত্রণে সফল হবে সরকার। এসময় উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শব্দ দূষণ প্রতিরোধে ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি পালন করা হয়।