শরীয়তপুরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণে ১০ জন আহত
- আপডেট সময় : ০৭:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
শরীয়তপুরে যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও শতাধিক বোমার বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা গুলি করে। পুলিশের উপস্থিতিতে শহরে চলে দেশীয় অস্ত্রের মহড়া। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে এলাকায়। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সকালে শরীয়তপুর জেলা আওয়ামী লীগ পৌরসভা মাকেটে জেলা যুবলীগের বর্ধিত সভার আয়োজন করে।এতে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী। প্রধান বক্তা ছিলেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। জেলা যুবলীগের সভাপতি এম এম জাহঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট মুক্তা। সভা শুরুর আগে পালং উত্তর বাজার এলাকায় প্যানেল মেয়র বাচ্চু বেপারী ও শরীয়তপুর পৌর মেয়র পারভেজ রহমান জনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালং থানা পুলিশ ২১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার নড়িয়া সার্কেল।