শর্তহীন সংলাপের আহ্বান পিটার হাসের
- আপডেট সময় : ০৮:৪৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রতিকূল বা অনূকুল- যে পরিবেশই থাকুক, নির্বাচন নির্ধারিত সময়ে অবশ্যই হবে। নির্বাচন কমিশন এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার কোনো স্থান নেই। সব দলকে শর্তহীন সংলাপে বসিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের পথ খোঁজার আহবান জানান তিনি। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হচ্ছে বুধবার। নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে, তখন হঠাৎ করেই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের আকস্মিক বৈঠক।
নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে সোয়া ঘণ্টার বৈঠক শেষে, মার্কিন রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা চায় যুক্তরাস্ট্র।
নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত এমন কার্যকলাপ থেকে বিরত থেকে সংশ্লিষ্ট সবাইকে সমঝোতার আহ্বান জানান পিটার হাস। পরে, সিইসির বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়েই নির্বাচন হবে। সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমাধান হবে বলেও আশা করেন কাজী হাবিবুল আউয়াল।