শহীদ আসাদ দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৩১ বার পড়া হয়েছে
শহীদ আসাদ দিবসে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধা জানিয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
বৃহস্পতিবার সকালে ডিএমসি’র জরুরি গেটের সামনের এই কর্মসূচিতে তিনি আরো বলেন, সরকার ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। এ সময় ডাকসুর সাবেক ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। মানুষের মৌলিক অধিকারসমূহ হরণ করা হয়েছে বলে অভিযোগ করেন আমান উল্লাহ আমান। তাই গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বলেন, অধিকার প্রতিষ্ঠায় গণ আন্দোলনের কোনো বিকল্প নেই।