শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
- / ১৬১৬ বার পড়া হয়েছে
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। রোববার থেকে আবারও বিসিবির অধীনে চলবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম।
জাতীয় ক্রীড়া পরিষদ এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতে এক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেয় বিসিবি। মিরপুরে বিসিবি কার্যালয়ে বৈঠকের পর জানানো হয়, বগুড়ায় নতুন আরেকটি মাঠ কিনবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। পাশাপাশি শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে ব্যবস্থা নেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মাহবুব আনাম, আকরাম খান, ইসমাইল হায়দার মল্লিক। বৈঠকে যোগ দেন ক্রীড়া পরিষদের পরিচালক শেখ হামিম হাসান, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন।