শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো বিল গেটস ইন্টারন্যাশনাল স্কুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলো রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় অবস্থিত বিল গেটস ইন্টারন্যাশনাল স্কুল।
স্কুলের সামনে প্রতিকী শহীদ মিনারে, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পর আয়োজন করা হয় আলোচনা সভা। এতে অংশ নেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা। বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষার বিশেষ গুরুত্ব তলে ধরে, বাংলা ভাষাকে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহবান জানান। বাংলা ভাষাকে সরকারি ও বেসরকারী সব প্রতিষ্ঠানে যথাযথভাবে ব্যবহার করতে সবার প্রতি আহ্বান বিল গেটস ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুল হক সরকার।