শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বইমেলা
- আপডেট সময় : ০৮:১৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুড়িগ্রাম,নরসিংদী,গাইবান্ধা,পঞ্চগড় ও ময়মনসিংহে বইমেলা শুরু হয়েছে।
বিকেলে কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান ও সাবেক সিভিল সার্জন এসএম আমিনুল ইসলাম।
নরসিংদীতে ৮ দিন ব্যাপী একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিন ব্যাপি জাতীয় নজরুল সম্মেলন ও বই মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলীসহ অনেকে।
ময়মনসিংহের ভাষা সৈনিক মোস্তফা মতিন অমর একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। গেলো রাতে উপজেলা পরিষদ চত্বরে এই বই মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ফাহমি গোলন্দাজ বাবেল, মনিরা সুলতানা মনিসহ অনেকে উপস্থিত ছিলেন।